“বিক্রয়ের বর্তমান নিয়ম ও শর্তাবলী (https://yourdigimate.com) থেকে আপনার কাছে বিক্রি হওয়া সমস্ত পণ্যের জন্য প্রযোজ্য” এই নিয়ম ও শর্তাবলী পূর্ববর্তী শর্তাবলী বা গ্রাহকের যে কোন সাধারণ বা নির্দিষ্ট শর্তাবলীকে বাতিল করে।
প্রতিটা প্রতিষ্ঠানেরই কিছু নিয়ম কানুন থাকে, আমরা কিন্তু তার ঊর্ধ্বে নই। সকল “Terms & Conditions” গ্রাহক এবং আমাদের মাঝে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে বিশেষভাবে আগেই পড়ে নেয়ার অনুরোধ করছি।
আমরা যেসব প্রোডাক্ট সেল করি, তার বেশিরভাগ প্রতিষ্ঠানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আমরা নই। প্রতিটি প্রোডাক্ট অফিসিয়াল ডিস্ট্রিবিউটরদের থেকে ক্রয় করে পুনরায় আমরা বিক্রি করে থাকি।
উপরন্তু, সাইটের সাধারণ ব্যবহার এই শর্তাবলী এবং ব্যবহারের শর্তাবলী সাপেক্ষে “Your Digimate” যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই এবং কারণ না জানিয়ে এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে এবং সেই অনুযায়ী সংশোধিত সংস্করণটি প্রযোজ্য হবে।